সাতক্ষীরায় শ্রমিক হত্যাকাণ্ড: পুলিশ সদস্য রিমান্ডে

সাতক্ষীরায় ভাটা শ্রমিক আবিদ হাসান বাবু হত্যা মামলায় এক পুলিশ সদস্যকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

সাতক্ষীরা প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2020, 10:40 AM
Updated : 10 Nov 2020, 10:40 AM

মঙ্গলবার এ মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়ারত আলীর সাত দিনের আবেদনের উপর শুনানি শেষে জেলার আমলি আদালত-২ এর বিচারক ইয়াসমিন নাহার এ আদেশ দেন বলে জানিয়েছে আদালতের পরিদর্শক অমল কুমার রায়।

গ্রেপ্তার আরিফ হোসেন মাগুরা জেলার শালিখা থানাধীন হাজরাহাটি তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে সবশেষে কর্মরত ছিলেন এবং বন্দকাটি গ্রামের আরশাদ আলী মোড়লের ছেলে তিনি।

গত ৩ নভেম্বর সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের আবিদ হাসান বাবুকে ‘স্ত্রীর পরকিয়ার জেরে’ হত্যা করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী সাবিনা এবং  শ্যালক পুলিশ সদস্য আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে নিহতের বাড়ির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে স্বজনরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য খলিল সরদার, নুরুল হক, নিহতের ভাই আল-আমিন, খালা আকলিমা খাতুন, ফাইমা খাতুন প্রমুখ।

বক্তারা বাবুর হত্যাকারী সন্ত্রাসী নুরুল বাহিনীসহ নিহতের স্ত্রী, তার পুলিশ সদস্য ভাই আরিফের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।