রাজবাড়ীতে রেজিস্ট্রি অফিসে অভিযান, ২ জনের কারাদণ্ড

রাজবাড়ীর কালুখালী উপজেলা রেজিস্ট্রি অফিসে জমি ক্রেতা বিক্রেতাকে হয়রানিসহ বিভিন্ন অভিযোগে দুজনকে কারাদণ্ড ও ছয়জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2020, 10:38 AM
Updated : 10 Nov 2020, 10:38 AM

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার দুপুরে কালুখালী ইউএনও রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে ওই আটজনকে আটক করা হয়।

এরা হলেন- কালুখালী দলিল লেখক সমিতির সভাপতি  বাহারুল  ইসলাম, মো. রোমান, রফিকুল ইসলাম(১), আব্দুর রহমান, জাহিদুল ইসলাম, আবুল কালাম, রফিকুল ইসলাম (২) ও আসাদুজ্জামান।

এরা সকলেই দলিল লেখক পেশার সাথে জড়িত। এদের বাড়ি কালুখালী উপজেলার বিভিন্ন  গ্রামে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে কালুখালী  রেজিস্ট্রি অফিসে জমি ক্রেতা বিক্রেতাদের নানাভাবে হয়রানি করা হচ্ছিল। জমি রেজিস্ট্রিতে নির্ধারিত ফি থেকে অনেক বেশি টাকা নেয়া হত। সোমবার দুপুরের দিকে কালুখালী ইউএনও রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে আটজনকে আটক  করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাহারুল ইসলাম ও রোমানকে এক মাস করে কারাদণ্ড ও বাকিদের কাছ থেকে মোট ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান ইউএনও।