চাঁদপুরে মাস্ক না পরায় ১৪৩ জনকে অর্থদণ্ড

করোনাভাইরাস মহামারীর মধ্যে সতর্কতা হিসেবে মাস্ক না পড়ায় চাঁদপুরে ১৪৩ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2020, 07:26 AM
Updated : 10 Nov 2020, 08:41 AM

চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে শহরের হাসান আলীর মাঠ, ইলিশ চত্ত্বর, বাবুরহাট বাজার ও ওয়ারলেস বাজার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা কর হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, “করোনাভাইরাস সংক্রমণ রোধে এ অভিযান চালানো হচ্ছে। আগামী শীতে এ ভাইরাসের দ্বিতীয় ঢেউ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই সতর্কতা হিসেবে জনসাধারণকে মাস্ক পড়তে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালনের মাধ্যমে অভিযান চালানো হচ্ছ্।

এ সময় শহরের ৪টি স্থানে অভিযান চালিয়ে ১৪৩ জনকে মাস্ক না পড়ার দায়ে ১৬ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।”

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক বলেন, “আমি শহরের ইলিশ চত্ত্বর এলাকায় মাস্ক না পড়ার দায়ে ৫৬ জনকে মোট ৫ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড দিয়েছি।”

করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসাধারণকে সচেতন করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান  মেহেদী।

চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ জানান, চাঁদপুরে মোট ২ হাজার ৪৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২৯৮ এবং মারা গেছেন ৭৮ জন।