বরগুনায় স্ত্রী-সন্তান নিয়ে রাস্তায় থ্রি হুইলার পরিবহন শ্রমিকরা

তিন চাকার যাত্রীবাহী যান চলাচলে বাস মালিকদের ‘বাধা ও নৈরাজ্য সৃষ্টির’ অভিযোগ তুলে বরগুনায় রাস্তা আটকে অবস্থান ধর্মঘট করছে অটো-ইজিবাইক-থ্রি হুইলার পরিবাহন শ্রমিক ইউনিয়ন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2020, 06:48 AM
Updated : 10 Nov 2020, 06:59 AM

বরগুনা-নিশানবাড়িয়া সড়কের চৌমুহনী স্টেশন এলাকায় মঙ্গলবার স্ত্রী ও সন্তানদের নিয়ে অবস্থান ধর্মঘটে নেমেছেন তিন চাকার যানের শ্রমিকরা।

সকাল ১০টায় তারা অবস্থান ধর্মঘাট শুরু করেছেন।  

সরেজমিনে দেখা যায়, রাস্তায় তিন চাকার যান আড়াআড়ি বসিয়ে রাস্তা অবরোধ করে তারা সভা করছেন। সড়কে মঞ্চ তৈরি করে সভা করছেন। সামনে বসেছেন শ্রমিকরা এবং তাদের স্ত্রী-সন্তানরা। 

অবরোধে সড়কের দুই পাশে বহু যানবাহন আটকে পড়েছে।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বরগুনা থেকে নিশানবাড়িয়া সড়কে ‘বাস মালিকদের সন্ত্রাসী বাহিনী’ বিভিন্ন জায়গায় অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের থ্রি হুইলার থামিয়ে যাত্রীদের নামিয়ে লাঠিসোটা দিয়ে মারধর করছে এবং যানবাহনগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে।

তারা ‘বাস মালিকদের সন্ত্রাসী বাহিনীর’ হাত থেকে রক্ষা করার দাবি জানান প্রশাসনের প্রতি।