আজমিরীগঞ্জে আগুনে ১২ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

হবিগঞ্জের আজমিরিগঞ্জ বাজারে আগুনে অন্তত ১২টি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2020, 04:59 PM
Updated : 9 Nov 2020, 04:59 PM

সোমবার বিকালে এই অগ্নিকাণ্ডে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, বাজারের একটি পেট্রোলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। নিমেষেই আগুন ভয়াবহ আকার ধারণ করে পাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালান। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় শ্যালো পাম্পের সাহায্যে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন স্থানীয়রা। এর মধ্যে অন্তত ১২টি প্রতিষ্ঠান পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় বলে ব্যবসায়ীরা জানান।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, খবর পেয়ে হবিগঞ্জ ও বানিয়াচং থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

খবর পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা সহকারী কমিশিনার (ভুমি) উত্তম কুমার দাশ ও পৌর প্রশাসক গোলাম ফারুকসহ প্রশাসনের কর্মকর্তার ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান।