ফরিদপুর পৌর নির্বাচন: আ.লীগের তালিকায় বাদ বর্তমান মেয়র

আসন্ন ফরিদপুর পৌরসভার মেয়র নির্বাচনে এ পদে বহাল মাহতাব আলী মেথুর নাম বাদ দিয়ে ১৭ জনের তালিকা কেন্দ্রে পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2020, 10:32 AM
Updated : 9 Nov 2020, 10:32 AM

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভে বর্তমান মেয়রসহ ১৮ জন আবেদন করেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, অর্থ পাচারের মামলায় নাম আসায় সম্প্রতি শহর আওয়ামী লীগের অভিযোগের ভিত্তিতে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ জনকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে। যার মধ্যে মেথুরের নামও রয়েছে।

“এজন্য তার নাম সুপারিশ করা হয়নি।”

এ বিষয়ে মাহতাব আলী মেথু বলেন, জেলা আওয়ামী লীগে আলোচনা ছাড়াই ১৩ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল। তার কোনো কার্যকরিতা নেই।”

মাহতাব আলী মেথুর এ পৌরসভায় টানা ১৮ বছর ধরে মেয়র

২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ফরিদপুর পৌরসভার শেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পৌরসভাকে সিটি কর্পোরশেন ঘোষণার উদ্যোগের কারণে গত ২০১৬ সালে নির্ধারিত নির্বাচন স্থগিত করা হয়েছিল।

নয় বছর পর আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়েছে। মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের নয় কাউন্সিলর এবং সাধারণ ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ নভেম্বর আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৩ নভেম্বর।

আওয়ামী লীগের যাদের নাম তালিকায়

জেলা আওয়ামী লীগের সুপারিশকৃত ১৭ জন হলেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, প্রচার সম্পাদক মনির হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহ ইসতিয়াক আরিফ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোস।

জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক শাহ আলম মুকুল, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, সাবেক সদস্য মনিরুল হাসান মিঠু এবং সদস্য জিয়াউল হাসান মিঠু।

ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার মঞ্জুর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামালউদ্দিন, কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য সাইফুল আহাদ সেলিম।

যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নীরু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, রাজেন্দ্র কলেজ ছাত্র ও ছাত্রী সংসদ রুকসুর সাবেক জিএস রাশেদুজ্জামান রেশাদ এবং রুকসুর সাবেক ক্রীড়া সম্পাদক জামালউদ্দিন কানু।

বিএনপি মনোনয়ন প্রত্যাশীরা

অন্যদিকে, শহর বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিরাজ বলেন, পাঁচজন তাদের দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের তালিকা আমরা কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি।

এরা হলেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, শহর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গি।

১৮৬৯ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর পৌরসভায় বর্ধিত এলাকা সমন্বয়ে ৬৬ দশমিক ৫৪ বর্গ কিলোমিটার জুড়ে বর্তমানে ২৭টি ওয়ার্ড রয়েছে।

২০১৯ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এখানে ভোটার সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৩১৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৭৮৬ এবং নারী ৭৬ হাজার ৫৭১ জন।