নীলফামারীতে ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে বাবাকে কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2020, 04:50 PM
Updated : 8 Nov 2020, 04:50 PM

গ্রেপ্তারের পর বোরবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান সৈয়দপুর থানার পরিদর্শক  মো. আবুল হাসনাত খান।

নিহন মো. সনু (৩৮) সৈয়দপুর পৌরশহরের গোলাহাট পুলিশ ফাঁড়ি মহল্লার মো. ভলুর (৬০) ছেলে।

এ ঘটনায় রোববার দুপুরে সৈয়দপুর থানায় হত্যা মামলা করেন নিহত সনুর স্ত্রী মোসাম্মৎ সাজেদা।

পুলিশ জানায়, গত ৬ নভেম্বর দুপুরে বসতবাড়ির একটি পেয়ারাগাছ কেটে ফেলেন সনুর ছোট ভাই কোরবান (৩৫)। সে সময় সনু বাড়ি ছিলেন না। শনিবার এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সনুর ওপর চড়াও হন ছোট ভাই কোরবান, সুরুজ, চাঁন ও বাবা ভলু। পরে তারা সনুকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যা করেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।

খবর পেয়ে শনিবার রাতে বাড়ি থেকে মরদেহ উদ্ধারসহ তার বাবা ভলুকে আটক করে পুলিশ।

পরিদর্শক হাসনাত বলেন, সনুর স্ত্রী সাজেদা তার শ্বশুর ও তিন দেবরকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আটক ভলুকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।