চাঁদপুরে শিশু হত্যার দায়ে চাচাসহ ২ জনের ফাঁসির রায়

চাঁদপুরে শিশু হত্যার দায়ে চাচাসহ দুইজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2020, 01:10 PM
Updated : 8 Nov 2020, 02:25 PM

চাঁদপুরের জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান রোববার বিকালে এই রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার মতলব দক্ষিণ উপজেলার ঘোনা গ্রামের মো. জামাল হোসেন ও তার সহযোগী একই গ্রামের মো. শহীদ উল্লাহর ছেলে মো. সজীব আলম।

২০১৮ সালের ৩ ডিসেম্বর ওই গ্রামের মাসুদ রানার ছেলে মো. মহিবকে (৭) হত্যা মামলায় আদালত এই রায় দেয়।

আদালতের পিপি রণজিৎ কুমার রায় চৌধুরী মামলার নথির বরাতে জানান, ২০১৮ সালের ৩ ডিসেম্বর খেলার মাঠ থেকে মহিবকে ধরে নিয়ে চাচা জামাল ও তার সহযোগী সজীব শ্বাসরোধ করে হত্যা করে তাজুল ইসলাম নামে ব্যাক্তির বাড়ির সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন।

এ ঘটনায় মামলার পর তদন্ত কর্মকর্তা তৎকালীন মতলব দক্ষিণ থানার এসআই মো. ইব্রাহীম খলিল ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেন।

আদালত ২৫ জনের সাক্ষ্য নিয়ে এই রায় দেয় বলে জানান পিপি রণজিৎ কুমার রায় চৌধুরী। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. শফিকুল ইসলাম ভুঁইয়া, মো. মুরাদ হোসেন চৌধুরী ও মোহাম্মদ আলী। মামলার রায়ে নিহত শিশুর বাবা মাসুদ রানা সন্তোষ প্রকাশ করেছেন।