পাবনায় আ.লীগ নেতার বিরুদ্ধে ফসল নষ্টের অভিযোগ

পাবনায় জমির দখল করার জন্য চাষিদের ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2020, 12:17 PM
Updated : 7 Nov 2020, 12:17 PM

জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী বাকী ও সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন মালিথার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ওই ইউনিয়নের চরভবানীপুর গ্রামের তিন কৃষক।

অভিযোগকারী কৃষকরা হলেন- চরভবানীপুর গ্রামের কৃষক জামাল প্রামাণিক, মহসিন মালিথা ও বারিক মালিথা।

তাদের অভিযোগ, তাদের মালিকানাধীন চরভবানীপুরে পদ্মা চরের ৪০৫১ ও ৪২০৭ দাগের প্রায় পাঁচ একর ৯২ শতাংশ জমির  কলাক্ষেত কেটে নষ্ট করে দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ নেতা আব্দুল বারী বাকী ও চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা তাদের জমি দখলের জন্য এই ক্ষতি করেছেন বলে তাদের অভিযোগ।

তবে দুইজনই অভিযোগ অস্বীকার করেছেন।

চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা দাবি করেন, “চরভবানীপুরে অভিযোগকারী চাষিদের কোনো জমিই নেই। তারা জোর করে আমাদের জমিতে ফসল আবাদ করছে। ফসল নষ্টের অভিযোগও সঠিক নয়।”

আওয়ামী লীগ নেতা আব্দুল বারী বাকী বলেন, “আলাউদ্দিন চেয়ারম্যান, পাবনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী চাঁদু ও আমার কেনা জমি ওই চাষিরা দখল করে রেখেছেন। বিষয়টি নিয়ে একাধিক শালিস হয়েছে। উচ্চ আদালতে মামলা চলছে। জমি নিয়ে বিরোধ থাকলেও ফসল নষ্টের বিষয়টি আমার জানা নেই।”

ওই চাষিরা বৃহস্পতিবার থানায় ফসল নষ্টের অভিযোগ দিয়েছেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ফসল নষ্টের প্রমাণ মিলেছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।