মুন্সীগঞ্জে মুক্তি পেলেন ২২০ জেলে

মা ইলিশ সুরক্ষার কর্মসূচি শেষ হওয়ার পরদিন মুন্সীগঞ্জে ২২০ জন জেলে মুক্তি পেয়েছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2020, 07:14 AM
Updated : 5 Nov 2020, 07:14 AM

বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

নদীতে মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যে মাছ ধরার অভিযোগে মুন্সীগঞ্জ জেলার ৬০৩ জন জেলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। তাদের ২২০ জন মুক্তি পেলেন।

মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ডা. আব্দুল আলিম মুক্তি পাওয়া জেলেদের মিষ্টি মুখ করান এবং জেল সুপার মো  নুরুন্নবী ভূইয়া তাদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন।

মুক্তি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন জেলেরা। আইন বিরোধী কোনো কাজ করবেন না বলেও জানান তারা।

২২ দিন পর বৃহস্পতিবার থেকে ইলিশের হাট মাওয়া মৎস্য আড়তসহ জেলার সবগুলো মাছের বাজার আবার সরব হয়ে উঠছে। হাঁকডাকে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ। আড়তগুলো ফের দেখা মিলছে ইলিশের।

এ জেলার ১০ হাজার জেলের মাছ ধরার কাজে ব্যস্ততায় তাদের পল্লীগুলোতে উৎসব আমেজ বইছে।