কিশোরগঞ্জে শিক্ষকের উপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির এক নেতার উপর উপর হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2020, 06:05 PM
Updated : 4 Nov 2020, 06:13 PM

বুধবার দুপুরে করিমগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে একদল লোক জেলা প্রাথমিক শিক্ষক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও করিমগঞ্জ উপজেলা সভাপতি শামসুল হক ফরহাদকে রক্তাক্ত জখম করে।

করিমগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাদিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, হাবীবুর রহমান, কামরুল ইসলাম, মতিউর রহমান ও হাবীবুল্লাহ।

বক্তারা অবিলম্বে দোষীদের আটকসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন। 

সমাবেশ শেষে শিক্ষকদের একটি মিছিল করিমগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

শামসুল হক ফরহাদ করিমগঞ্জের চর দেহুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।