শিমুলিয়ায় ডুবোচরে ফেরি আটকা

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে পদ্মার ডুবোচরে ৩৫টি গাড়িসহ দেড় শতাধিক যাত্রী নিয়ে ডাম্প ফেরি রায়পুরা আটকা পড়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2020, 05:03 PM
Updated : 4 Nov 2020, 06:45 PM

নাব্যতা সংকটে বুধবার বিকালে ফেরিটি আটকা পড়ে বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান।

তিনি বলেন, বিকেল সাড়ে ৩টায় ফেরিটি কাঁঠালবাড়ি ঘাট থেকে লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছাড়ে। কিন্তু কাঁঠালবাড়ি ঘাট থেকে কিছুটা এগিয়ে মাঝ পদ্মায় পদ্মা সেতুর ৩৮ নম্বর পিয়ারের পাশে ডুবোচরে আটকা পড়ে।

“উদ্ধারকারী জাহাজ আইটি-৯৪ ও ক্ষণিকা নামের ছোট জাহাজ গিয়ে বিকাল ৫টায় ফেরিটি উদ্ধার করে। কিন্তু পদ্মা সেতু পার হয়ে কিছুটা পথ অতিক্রম করার পর দ্বিতীয় দফায় আবার ডুবোচরে আটকে যায়। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ আইটি-৯০ রওনা হয় সন্ধ্যা ৬টায়।”

ভাসমান ভেকু দিয়ে মাটি কেটে ফেরিটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, অন্য সব ফেরি চলাচল স্বাভাবিক আছে।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে নাব্য সংকটে এই পথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে তিনটি ডাম্প ফেরি এই নৌপথে চলাচল শুরু করলেও বুধবার বিকালে আবার একটি ফেরি ডুবোচরে আটকা পড়ল।