জর্জিয়া স্টেট সেনেটে পুনর্নির্বাচিত কিশোরগঞ্জের মোজাহিদুর রহমান

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জর্জিয়া স্টেট সেনেটে কিশোরগঞ্জের শেখ মোজাহিদুর রহমান চন্দন পুনরায় নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2020, 02:17 PM
Updated : 4 Nov 2020, 02:17 PM

জর্জিয়া স্টেট সেনেটে ডিস্ট্রিক্ট-৫ এর প্রতিনিধিত্ব করবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই ডেমোক্র্যাট, যিনি এখন কোয়ারেন্টিনে আছেন।

তার সহকর্মী আরেক স্টেট সেনেটরের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মোজাহিদুর রহমান কোয়ারেন্টিনে যান।

এর আগে একই আসন থেকে তিনি ২০১৮ সালে প্রথম সেনেটর নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনের পর ২০১৯ সালের ১৪ জানুয়ারি তিনি দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছিলেন, যা শেষ হবে আগামী বছরের ১০ জানুয়ারি।

১৯৫৫ সালে কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচরে শেখ মোজাহিদুর রহমান চন্দনের জন্ম। তিনি প্রয়াত নজিবুর রহমান এবং মা সৈয়দা হাজেরা খাতুনের চতুর্থ সন্তান। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।

চন্দনের ছোট ভাই কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল আবেগাপ্লুত কন্ঠে বলেন, “আমার বড়ো ভাইয়ের বিজয়ে ব্যক্তিগতভাবে আমি, আমার মা, পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকার সবাই আনন্দিত। তার বিজয় দেশের মুখ উজ্জ্বল করেছে।”

শেখ মুজিবুর রহমান ইকবাল জানান, ১৯৮০ সালে উচ্চ শিক্ষার্থে মার্কিন যুক্তরাষ্ট্র যান চন্দন। ছাত্রজীবনেই চন্দন ডেমোক্রেটিক পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি ওই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।