সাতক্ষীরায় টিসিবি পণ্যে প্রতারণা, ডিলার আটক

টিসিবি পণ্যের সংকট দেখিয়ে মালামাল কম বিক্রি করাসহ নানাভাবে প্রতারণার অভিযোগে সাতক্ষীরায় এক টিসিবি ডিলারকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2020, 10:35 AM
Updated : 4 Nov 2020, 10:35 AM

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, বুধবার ভোরে জেলা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আয়ুব এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে।

সালাহউদ্দিন বলেন, “গোপন খবরে পুলিশ সিরাজুলের ট্রাকে অভিযান চালিয়ে প্রতরণার প্রমাণ পায়। এই ডিলার অধিক মুনাফার আশায় টিসিবির পণ্য কালো বাজারের বিক্রি করে আসছিল।”

মুসলিমা বেগম নামের এক ক্রেতা বলেন, “অনেকদিন ধরেই ভোক্তরা সব মালামালই কম পাচ্ছিল। প্রতিদিনই অল্প কিছু লোককে মালামাল দিয়েই শেষ বলে জানিয়ে দিতো ওই ডিলার।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজুল বলেন, “আসার পথে জেলা নাজিরকে কিছু মালামাল দিয়ে আসি, ফলে নির্ধারিত থেকে কম দেখাচ্ছে।”

এ ব্যাপারে জেলা প্রশাসন কার্যালয়ের নাজির মো. শাহাবুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিরাজুল ইসলামকে তিনি চেনেন, কিন্তু টিসিবির মালামাল নেয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।