মেঘনার জেলেদের হামলায় ম্যাজিস্ট্রেটসহ ৫ জন আহত
ভোলা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2020 12:16 PM BdST Updated: 04 Nov 2020 12:16 PM BdST
-
ফাইল ছবি
ইলিশ মাছ নিধন ঠেকাতে ভোলার মেঘনায় অভিযানের সময় জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রিটসহ পাঁচজন আহত হয়েছে।
বুধবার ভোররাতের দিকে মেঘনার বঙ্গের চর এলাকায় এ হামলায় মাথায় ও হাতে আঘাত পাওয়া মৎস্য কর্মকর্তা ‘অবস্থা কিছুটা গুরুতর’।
আহতদের মধ্যে রয়েছেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আব্দুল্লাহ খান এবং ভোলা সদর জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
এ ঘটনায় আহতরা ভোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আব্দুল্লাহ খানের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি দল নদীতে অভিযানে যায়।
এ সময় একটি মাছ ধরার ট্রলার দেখে অভিযান দল জেলেদের ধাওয়া করে। এক পর্যায়ে অভিযান দলকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে জেলেরা। তাতে তারা আহত হন।
আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আব্দুল্লাহ বলেন, “রাত সাড়ে ৩টার দিকে যখন আমাদের অভিযান চলছিল, তখন জেলেরা অভিযান দলকে লক্ষ্য করে ইট ছোড়ে।
“এ ঘটনার পর জেলেদের ধাওয়া করা হলে তারা মেহেন্দিগঞ্জের দিকে পালিয়ে যায়।”
হামলাকারীরা বরিশাল অঞ্চলের জেলে হতে পারে বলে মনে করছেন তিনি।
এদিকে, এ হামলার ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি রয়েছে।
-
নিখরচায় কোভিড-১৯ চিকিৎসা বন্ধ সাজেদা হাসপাতালে
-
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
-
সাতক্ষীরায় ২ পক্ষের সংঘর্ষের সময় এক ব্যক্তির মৃত্যু
-
পুতুলের ভেতর ১৮ হাজার ইয়াবা, সাত জন গ্রেপ্তার
-
বরগুনায় আ.লীগ প্রার্থীর কার্যালের কাছে ‘ককটেল বিস্ফোরণ’
-
খুলনায় ট্রাক চাপায় প্রাণ হারাল ২ মোটরসাইকেল আরোহী
-
চাঁদপুরে বাবা-মাকে মারধরের অভিযোগ
-
লালমনিরহাটের সীমান্তে ‘বিএসএফের’ বুলেটে বাংলাদেশি নিহত
- শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত
- রিয়ালকে হারিয়ে ফাইনালে বিলবাও
- করোনাভাইরাস: আট মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু
- চালের বাজারে লাগাম, ‘ছুটছে’ তেলের দাম
- ভারতের ক্যাচ মিসের মহড়ায় লাবুশেনের সেঞ্চুরি
- পাকিস্তান টেস্ট দলে ৯ নতুন মুখ
- করোনাভাইরাস: আক্রান্ত হয়ে ওয়ানডে সিরিজ শেষ ওয়ালশের
- বাইডেন প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত জেইন সিদ্দিক
- ওয়াকার দুঃখ পাওয়ায় খুশি আমির
- প্রস্তুত হচ্ছে উইন্ডিজ, উল্টো রথে বাংলাদেশ