নেত্রকোণায় নদীতে ডুবে ‘প্রতিবন্ধী’ তরুণের মৃত্যু

নেত্রকোণার মদন উপজেলায় গরু গোসল করাতে গিয়ে নদীতে ডুবে এক প্রতিবন্ধী তরুণের মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2020, 05:52 PM
Updated : 3 Nov 2020, 06:25 PM

মদন থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মো. সুরুজ্জামান (২৫) নামে এই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন তারা।

সুরুজ্জামান উপজেলার কাইটাইল গ্রামের নূর ইসলামের ছেলে।

মদন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আহমেদুল কবীর জানান, বেলা সাড়ে ১২টার দিকে মদন পৌরশহরের বুড়াপীর মাজার সংলগ্ন মগড়া নদীর খেয়াঘাট এলাকায় গরুকে গোসল করাচ্ছিলেন সুরুজ্জামান। গরুটি ছিল পৌরশহরের পূর্ব জাহাঙ্গীরপুরের পশ্চিম পাড়ার মাংস  বিক্রেতা মনির ‍উদ্দিনের।

তিনি বলেন, গরুকে গোসল করানোর একপর্যায়ে সুরুজ্জামান স্রোতে তলিয়ে যান। পরে তাকে উদ্ধারে ময়মনসিংহ থেকে ডুবুরি দল আনা হয়। তারা খেয়াঘাট থেকে ৩০-৪০ ফুট দূরে নদী থেকে লাশ উদ্ধার করেন।

ওসি কবীর বলেন, সুরুজ্জামান শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তাকে নদীতে গরুর গোসলের জন্যে কেন পাঠানো হয়েছিল বা অন্য কোনো কারণ আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।