চাঁদপুরে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু বুধবার

পদ্মা-মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবার ইলিশ ধরার জন্য প্রস্তুত হয়েছেন চাঁদপুরের জেলেরা।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2020, 02:08 PM
Updated : 3 Nov 2020, 02:08 PM

বুধবার রাত ১২টায় এই নিষেধাজ্ঞা শেষ হবে। জেলেরা নৌকা-জাল মেরামতসহ শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন।

জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী জানান, আশ্বিন মাসের অমাবস্যা ও ভরা পূর্ণিমায় মা ইলিশ প্রচুর ডিম ছাড়ে। ডিমের পরিপক্বতা ও প্রাপ্যতার ভিত্তিতে এবং আগের গবেষণার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মা ইলিশ রক্ষা কার্যক্রম হাতে নেওয়া হয়। সেই অনুযায়ী এ বছর ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের উপকূলীয় ১৯টি জেলার নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। এতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার নদীতে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে।

মা ইলিশ রক্ষা কার্যক্রম ‘অত্যন্ত সফল’ হয়েছে বলে তিনি দাবি করেন।

জেলার হানারচর এলাকার জেলে আবদুর রশিদ বলে, “আাগামী কাল রাতে আমরা নদীতে ইলিশ ধরতে নামব। তাই শেষ সময়ে জাল ও নৌকা মেরামত করে সময় কাটছে। নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে না পারায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়তে হয়েছে। সংসার খচর চালাতে গিয়ে বিভিন্ন এনজিও ও মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয়েছে। এখন নদীতে মাছ পেলে এই ঋণ শোধ করা যাবে।”