বরিশাল মেডিকেলে শিক্ষানবিস চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
বরিশাল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2020 07:17 PM BdST Updated: 03 Nov 2020 07:17 PM BdST
-
ফাইল ছবি
রোগীর ভোগান্তির বিবেচনায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন।
হাসপাতালের পরিচালক ও তদন্ত কমিটির সঙ্গে বৈঠক করে সমঝোতা শেষে চার দিনের মাথায় এই কর্মবিরতি প্রত্যাহার করা হয় বলে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন সভাপতি সজল পান্ডে জানান।
এরপরই তারা স্ব স্ব ওয়ার্ডে কাজে ফিরেছেন জানিয়ে সজল পান্ডে বলেন, জনগণ ও রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে সমঝোতার ভিত্তিতে চারদিনের মাথায় তিন দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
শিক্ষানবিস চিকিৎসক ও রেজিস্ট্রারের অভিযোগ থেকে জানা যায়, গত ২০ অক্টোবর হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার মাসুদ খানের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ ওঠে ইন্টার্ন [শিক্ষানবিস] চিকিৎসকদের বিরুদ্ধে। এই ঘটনায় ২১ অক্টোবর মাসুদ খান কয়েকজন শিক্ষানবিস চিকিৎসকের বিরুদ্ধে পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন। পরদিন ২২ অক্টোবর মাসুদ খানের বিরুদ্ধে নানা অভিযোগে পরিচালকের কাছে একটি স্মারকলিপি দিয়ে তার বিচার দাবি করেন শিক্ষানবিস চিকিৎসকেরা।
হাসপাতাল কর্তৃপক্ষ উভয়পক্ষের অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এর কয়েকদিন পর ডা. মাসুদ খান কোতোয়ালি থানায় ওই ইন্টার্ন চিকিৎসকদের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলার খবর পেয়ে ২৯ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিটে শিক্ষানবিস চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগে তালা দিয়ে বিক্ষোভ করেন এবং কর্মবিরতির ডাক দেন।
-
নিখরচায় কোভিড-১৯ চিকিৎসা বন্ধ সাজেদা হাসপাতালে
-
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
-
সাতক্ষীরায় ২ পক্ষের সংঘর্ষের সময় এক ব্যক্তির মৃত্যু
-
পুতুলের ভেতর ১৮ হাজার ইয়াবা, সাত জন গ্রেপ্তার
-
বরগুনায় আ.লীগ প্রার্থীর কার্যালের কাছে ‘ককটেল বিস্ফোরণ’
-
খুলনায় ট্রাক চাপায় প্রাণ হারাল ২ মোটরসাইকেল আরোহী
-
চাঁদপুরে বাবা-মাকে মারধরের অভিযোগ
-
লালমনিরহাটের সীমান্তে ‘বিএসএফের’ বুলেটে বাংলাদেশি নিহত
- রিয়ালকে হারিয়ে ফাইনালে বিলবাও
- শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত
- করোনাভাইরাস: আট মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু
- বাইডেন প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত জেইন সিদ্দিক
- চালের বাজারে লাগাম, ‘ছুটছে’ তেলের দাম
- ভারতের ক্যাচ মিসের মহড়ায় লাবুশেনের সেঞ্চুরি
- করোনাভাইরাস: আক্রান্ত হয়ে ওয়ানডে সিরিজ শেষ ওয়ালশের
- পাকিস্তান টেস্ট দলে ৯ নতুন মুখ
- ওয়াকার দুঃখ পাওয়ায় খুশি আমির
- প্রস্তুত হচ্ছে উইন্ডিজ, উল্টো রথে বাংলাদেশ