রাঙামাটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত

রাঙামাটি জেলার রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2020, 07:06 PM
Updated : 2 Nov 2020, 07:06 PM

নিহত সেকান্দর আলী গ্রামীণ ব্যাংকের বাঙ্গালহালিয়া শাখার সহকারী ব্যবস্থাপক ছিলেন। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলি গ্রামের মৃত আবদুল গনির ছেলে। 

সোমবার রাত ৯টার সময় সেকেন্দারের ঘরে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয় বলে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা জানিয়েছেন।

বাঙ্গালহালিয়ার তালুকদার বিল্ডিংয়ে ভাড়া থাকতেন সেকেন্দার।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, “ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান।”

খবর পেয়ে ঘটনাস্থলে যান চন্দ্রঘোনা থানা এবং বাঙ্গালহালিয়া ক্যাম্পের পুলিশ সদস্যরা।

নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।