মাদারীপুর পদ্মায় অভিযান: ৫৩ জেলে আটক

মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মানদী থেকে মা ইলিশ ধরার অপরাধে অভিযান চালিয়ে ৫৩ জন জেলেকে আটক করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2020, 11:24 AM
Updated : 2 Nov 2020, 11:24 AM

সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত আটকদের মধ্যে ৪৮ জনকে ৫ দিনের কারাদণ্ড, ৪ জনকে ৫ হাজার টাকা ও একজনকে ২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় দেড় লাখ মিটার জাল এবং ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, রোববার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান চলাকালে পদ্মানদীর বিভিন্ন স্থানে মাছ ধরতে থাকা অবস্থায় ৫৩ জেলেকে আটক করা হয়।

এছাড়া মাছ ধরার কাজে ব্যবহৃত দেড় লাখ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং আটক ৫৩ জেলেকে সাজা প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রবিকুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। পরে দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ফেলা হয়।