নওগাঁয় ছুরি মেরে থ্রি হুইলার ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে চালকের গলায় ছুরি মেরে ব্যাটারি চালিত থ্রি হুইলার ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2020, 11:16 AM
Updated : 2 Nov 2020, 12:55 PM

এ ঘটনার প্রায় ১৩ ঘণ্টা পর সোমবার সকালে থ্রি হুইলারটি উদ্ধার করেছে পুলিশ। আগের রাত ৮টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের স্বরূপপুরে এ ছিনতাই হয়।

আহত চালক আল-আমিন (১৮) মহাদেবপুর উপজেলার বাগধানা গ্রামের আশরাফুল এর ছেলে।

তাকে রোববার রাতে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মহাদেবপুর থানার নওহাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জিয়াউর রহমান বলেন, রোববার সন্ধ্যায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের নওহাটা মোড় থেকে যাত্রী নিয়ে স্বরূপপুরের দিকে যাচ্ছিলেন আল-আমিন। পথে স্বরূপপুর গ্রামের সামনে জনবসতিহীন জায়গার এক ধানক্ষেতে চালকের হাত-পা বেঁধে গলায় ছুরি মেরে থ্রি হুইলারটি ছিনতাই করে দুর্বৃত্তরা।

“দুর্বত্তরা পরিকল্পিতভাবে যাত্রী বেশে তার বাহনটি ছিনতাই করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি স্কচটেপসহ কিছু আলামত জব্দ করেছে।”

সোমবার বিকালে মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আল-আমিন এর অবস্থা এখন অনেক ভালো। 

তিনি জানান, পুলিশ অভিযান চালিয়ে সোমবার সকাল ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়ার এক দোকানের সামনে থেকে ছিনতাই হওয়া ওই থ্রি হুইলারটি উদ্ধার করেছে।

এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।