পঞ্চগড়ে কিশোরীর আত্মহত্যার চেষ্টা, গ্রেপ্তার দুই যুবক

পঞ্চগড়ে উত্যক্তের জেরে এক কিশোরী আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2020, 10:25 AM
Updated : 2 Nov 2020, 10:25 AM
রোববার রাতে পঞ্চগড় পৌর এলাকার কামাতপাড়ায় এ ঘটনার পর দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ওই মহল্লার হবিবর রহমানের ছেলে আহসান হাবীব (১৮) এবং তার সহযোগী আব্দুস সাত্তারের ছেলে নজরুল ইসলাম জনি (২৭)।

মেয়েটিকে উদ্ধার ও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পঞ্চগড় সদর হাসপাতালের আবাসিক চিকৎসক কর্মকর্তা ডা. সিরাজউদ্দৌলা পলিন বলেন, চিকিৎসাধীন মেয়েটি ধীরে ধীরে সুস্থ হচ্ছে। এখন পর্যন্ত সে শঙ্কামুক্ত রয়েছে।

এ ঘটনায় কিশোরীর মায়ের মামলার তদন্তকারী কর্মকর্তা পঞ্চগড় থানার উপ-পরিদর্শক দীন মোহাম্মদ জানান, ভুক্তভোগী নবম শ্রেণির ছাত্রীর মায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নজরুল ইসলাম জনিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে চিকিৎসকরা মানসিক সমস্যা সন্দেহ করায় আহসান হাবীবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেন তিনি।

মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, গত রোববার সন্ধ্যার আগে আগে হাবিব ও জনি তাদের বাসায় গিয়ে মেয়েটিকে হুমকি দেয়। এ হুমকির পর রাতেই ঘরে ফ্যানের সাথে ওড়নায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি।

এ অবস্থা দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে মেয়েটিকে উদ্ধার করে।

এক প্রতিবেশি নারী বলেন, মাঝে মধ্যেই হাবিব নেশা করে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিত। এজন্যই হয়ত মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছে।

তবে হাবিবের চাচা মো. ইয়াসিন বলেন, কোন কারণে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছে এটা তাদের জানা নেই।