কিশোরগঞ্জে তিন খুন: তিন আসামি রিমান্ডে

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় স্বামী-স্ত্রী ও ছেলে হত্যার মামলার আসামি তাদের তিন স্বজনকে জিজ্ঞাসাবাদে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2020, 11:35 AM
Updated : 1 Nov 2020, 11:35 AM

রোববার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুন নূর এই আদেশ দেন বলে আদালত পুলিশ পরিদর্শক হাম্মাদ হোসেন জানান।

এই তিন আসামি হলেন নিহত আসাদ মিয়ার মা জুমেলা বেগম, বোন নাজমা ও ভাগ্নে আল-আমিন।

এর আগে শনিবার অপর আসামি নিহত আসাদ মিয়ার ছোটো ভাই দীন ইসলাম একই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে পরিদর্শক হাম্মাদ হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, রোববার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম তিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিন করে রিমান্ড আবেদন করেন।

“শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।”

মামলার নথি থেকে জানা যায়, কটিয়াদী উপজেলার জামসাইট গ্রামে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির কাছেই মাটি চাপা দেওয়া অবস্থায় প্রয়াত মীর হোসেনের ছেলে মো. আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভিন আক্তার (৪৫) ও তাদের আট বছর বয়সী ছেলে লিয়নের লাশ পাওয়া যায়।

এই ঘটনায় আসাদ মিয়া ও পারভিন দম্পতির ছেলে তোফাজ্জল হোসেন বাদী হয়ে নয় জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওইদিন রাতেই চার আসামিকে পুলিশ আটক করেছে। বাকি পাঁচ আসামি পলাতক। তারাও নিহতদের নিকটাত্মীয় বলে পুলিশ জানিয়েছে।