গাজীপুরে ‘প্রতিবন্ধীকে’ শালিসে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ‘প্রতিবন্ধীকে’ শালিসে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2020, 07:12 PM
Updated : 31 Oct 2020, 07:12 PM

নিহত আক্তার মিয়া (৫১) উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড কড়ইতলা এলাকার রহমুদ্দিনের ছেলে।

শনিবার বিকেলে তার বাড়িতে শালিসে তাকে হত্যা করা হয় বলে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান।

তিনি বলেন, কড়ইতলা এলাকায় সাহেরা খাতুন নামে এক নারীকে বিয়ে সেখানে বাড়ি করে বসবাস করতেন ‘শারীরিক প্রতিবন্ধী’ আক্তার মিয়া। কয়েক বছর ধরে পারিবাকি বিষয়াদি নিয়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিবাদ চলছিল তার। ওই বিবাদ নিয়ে বিকালে শালিস বসে। একপর্যায়ে তাকে মারধর করা হয়। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নাজমুল আহসান তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে আক্তারের সুমন্দি মো. হাবিবুর রহমান, সৎ ছেলে সাইদুর রহমানসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন জানিয়ে ওসি ইমাম বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।