টাঙ্গাইলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2020, 06:04 PM
Updated : 31 Oct 2020, 06:04 PM

নাগরপুর থানার ওসি আলম চাঁদ জানান, শুক্রবার রাতে দগ্ধ হওয়ার পর ঢাকায় নেওয়ার পথে শনিবার সকালের দিকে রোজিনা (২২) নামে এই গৃহবধূ  মারা যান।

রোজিনা উপজেলার ভারড়া ইউনিয়নের রেহাই মীর কুটিয়া গ্রামের  জয়নাল আবেদীন বাবুর স্ত্রী। একই উপজেলার সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের মজের আলীর মেয়ে তিনি।

ওসি আলম এলাকাবাসীর বরাতে বলেন, বছর চারেক আগে বিয়ে হয় তাদের। তাদের দেড় বছরের একটি মেয়ে আছে। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর কলহ হওয়ার পর রাত ১১টার দিকে অগ্নিদগ্ধ হন রোজিনা। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়। সেখান শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রোজিনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রোজিনা নিজেই গায়ে আগুন ধরিয়ে দেন।

তবে রোজিনার ভাই রমজান মিয়া তা অস্বীকার করেছেন। রোজিনাকে হত্যা করা হয়েছে বলে ভাইয়ের দাবি।

ওসি আলম বলেন, “ঝগড়ার পর রোজিনা নিজেই গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে পুলিশ আরও তদন্ত করে দেখছে। জিজ্ঞাসাবাদের জন্য রোজিনার স্বামীকে আটক করেছে পুলিশ।”

মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।