গাইবান্ধায় ‘বেশি দামে’ আলু বিক্রি: ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির অভিযোগে চার ব্যাবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2020, 09:54 AM
Updated : 29 Oct 2020, 09:54 AM

বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম এ জরিমানা আদায় করেন।

জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা হচ্ছেন, স্থানীয় আলু ব্যবসায়ী আফসার আলী, স্বপন মিয়া, আনারুল ইসলাম ও গোবিন্দ চন্দ্র সাহা। 

অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম জানান, বৃহস্পতিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের আরভি কোল্ডস্টোরেজে অভিযান পরিচালনা করা হয়।

সেখানে কোল্ডস্টোরেজ চত্বরে এ চার ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্য ২৭ টাকা কেজির স্থলে ৩২ থেকে ৩৫ টাকা দরে আলু বিক্রি করছিলেন। এ কারণে আফসার, স্বপন ও আনারুলের ১০ হাজার টাকা করে এবং গোবিন্দ চন্দ্রের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন এবং র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা বলে জানান তিনি।