পাবনায় কৃষককে ‘নির্যাতন’: সেই নেতাকে যুবলীগ থেকে অব্যাহতি

কৃষককে অপহরণ করে নির্যাতন করার অভিযোগ ওঠা সেই উপজেলা যুবলীগ সভাপতিকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2020, 05:04 AM
Updated : 29 Oct 2020, 06:27 AM

বুধবার রাতে ‘সাংগঠনিক শৃংখলা পরিপন্থি ও সন্ত্রাসী কাজের সাথে জড়িত থাকা ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে’ তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে পাবনা জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে তারা জানান, বালাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত আশরাফুজ্জামান টুটুল পাবনার সাথিয়া উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুতজা বিশ্বাস সনি জানিয়েছেন, সম্প্রতি সাথিয়ার হারিয়াকাহন গ্রামের সোনাই বিলে মাছ ধরার কারণে এক কৃষককে অপহরণের পর নির্যাতন করে ফেলে রাখার অভিযোগ ওঠে আশরাফুজ্জামান টুটুলের বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় দল এ সিদ্ধান্ত গ্রহণ করে।