বঙ্গবন্ধু সাফারি পার্ক খুলছে ১ নভেম্বর

করোনাভাইরাস মহমারীর মধ্যে সাত মাস বন্ধ থাকার পর আগামী রোববার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে।  

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2020, 06:33 PM
Updated : 28 Oct 2020, 06:33 PM

বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বলে এই পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি বছরের ২০ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পার্কে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছিল।

“বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক চিঠিতে স্বাস্থ্যবিধি মেনে আগামী রোববার [১ নভেম্বর] থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক খুলে দিতে বলা হয়েছে।”

মন্ত্রণালয়ের উপসচিব এএসএম ফেরদৌস স্বাক্ষরিত ওই চিঠিতে বন অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন পর্যটন কেন্দ্রসমূহ, সাফারি পার্ক, জাতীয় উদ্যান, উদ্ভিদ উদ্যান, এভিয়ারি পার্ক, অভয়ারণ্য কেন্দ্র ও ইকোপার্ক  ১ নভেম্বর থেকে খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানানো হয়েছে।