রংপুরে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’: এএসআই রাহেনুল গ্রেপ্তার 

রংপুরে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের মামলায় নগর ডিবি পুলিশের এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজু গ্রেপ্তার হয়েছেন, যাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। 

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2020, 06:06 PM
Updated : 28 Oct 2020, 06:06 PM

রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি এবিএম জাকির হোসেন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহানগর পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করে নগরীর পিবিআই কার্যালয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়া হবে বলে জানান পিবিআইয়ের এই কর্মকর্তা।

এর আগে গত দুইদিন তাকে মহানগর পুলিশের হেফাজতে রাখা হয়েছিল বলে তিনি জানান।

নবম শ্রেণির এই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মেয়েটির বাবা থানায় মামলা করেছেন।

মামলা অভিযোগ, গত রোববার এএসআই রাহেনুল নবম শ্রেণির এই ছাত্রীকে ধর্ষণ করেছেন। পরদিন রাহেনুলের আরও দুই সহযোগী আবুল কালাম আজাদ ও বাবুল হোসেন মেয়েটিকে ধর্ষণ করেন।

এর আগে আবুল কালাম আজাদ, বাবুল হোসেন, মেঘলা ও সুরভিকে গ্রেপ্তার করা হয়েছিল। মেঘলা ও সুরভির বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

এলাকার মানুষ কয়েকদিন ধরে রেহানুলকে গ্রেপ্তারের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিল।   

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত রোববার রংপুর নগরীর কেদারেরপুল বাহার কাচনা এলাকায় একটি ভাড়া বাড়িতে এএসআই  রাহেনুল এই স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’ করেন। পরদিন আবুল কালাম আজাদ ও বাবুল হোসেনও তাকে ধর্ষণ করেছেন।

এছাড়া যে বাড়িতে ‘ধর্ষণ’ করা হয় বলে অভিযোগ সেই ভাড়া বাড়ির বাসিন্দা মেঘলা ও সুরভির বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয় মামলায়।