ফতুল্লায় বেতনের দাবিতে টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ-ভাংচুর

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় একটি টেক্সটাইল কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও ভাংচুর করেছে শ্রমিকরা।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2020, 05:35 PM
Updated : 28 Oct 2020, 05:35 PM

বুধবার নন্দনালপুরে ‘প্রাইম টেক্সটাইল এন্ড কম্পোজিট মিলে’ এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শিল্প পুলিশ-৪ পরিদর্শক মো. মাসুদ জানান, সকালে বকেয়া বেতনের দাবিতে প্রাইম টেক্সটাইল কম্পোজিট মিলের শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। দুপুরে এক পর্যায়ে তারা কারখানা থেকে নেমে সড়কে অবরোধের চেষ্টা চালায়।

“দুপুর ২টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে জানালার গ্লাস ভাংচুর করে। পরে শিল্প পুলিশ গিয়ে বেতন প্রদানের আশ্বাস দিলে তারা শান্ত হয়।”

প্রাইম টেক্সটাইল ও কম্পোজিট মিলের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক সামিউল সুদীপ কুমার গোস্বামী বলেন, শ্রমিকদের কোনো বেতন বকেয়া নেই। জেনারেল সেকশনের শ্রমিকদের মঙ্গলবার বেতন দেওয়ার কথা ছিল। ব্যাংকের জটিলতার কারণে দেরি হওয়ায় ওইদিন দেওয়া যায়নি।

“বহিরাগত শ্রমিক নেতাদের উস্কানিতে তারা কারখানার ভেতরে ভাংচুর করেছে।”

বিকালে শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে বলে তিনি জানান।