ভোলায় এক ঘণ্টার পুলিশ সুপার তাসনিম আজিজ
ভোলা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2020 05:48 PM BdST Updated: 28 Oct 2020 05:48 PM BdST
ভোলার স্কুলছাত্রী তাসনিম আজিজ রিমি এক ঘণ্টার জন্য জেলার প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন।
বুধবার ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এই ছাত্রীকে এক ঘণ্টার জন্য দায়িত্ব দেন।
তাসনিম আজিজ রিমি ভোলা পৌরসভার ইলিশা বাসস্ট্যান্ড এলাকার তারেক আব্দুল আজিজের মেয়ে ও ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ‘মেয়ে আমি সমানে সমান অনলাইন স্বাধীনতা’ শ্লোগানে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ও প্ল্যান ইন্টারন্যাশনাল এই কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচি অনুযায়ী পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তাসনিম আজিজ রিমি বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে রিমি বলেন, “ভোলাকে নারীবান্ধব, শিশুবান্ধব জেলায় রুপান্তরিত করে ধর্ষণ, ইভটিজিংসহ সব ধরনের অপরাধ মুক্ত জেলায় করতে আমি প্রস্তাবনা দিয়েছি।”
এটা বাস্তবায়ন করতে পারলে ভোলা অপরাধমুক্ত ও শান্তিপ্রিয় জেলায় পরিণত হবে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোলা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আক্তার হোসেন, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সারমিন জাহান শ্যামলী প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে তাসনিম আজিজ রিমির পরিবারের সদস্য, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্ল্যান ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ‘গার্লস টেকওভার’ শীর্ষক একটি প্রতীকী কর্মসূচির আয়োজন করেছে। মেয়েরা সমান সুযোগ ও অধিকার পেলে যে সমানভাবে শিখতে, নেতৃত্ব দিতে, সিদ্ধান্ত নিতে ও সাফল্য পেতে পারে তা তুলে ধরা এই কর্মসূচির লক্ষ্য।
-
নিখরচায় কোভিড-১৯ চিকিৎসা বন্ধ সাজেদা হাসপাতালে
-
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
-
সাতক্ষীরায় ২ পক্ষের সংঘর্ষের সময় এক ব্যক্তির মৃত্যু
-
পুতুলের ভেতর ১৮ হাজার ইয়াবা, সাত জন গ্রেপ্তার
-
বরগুনায় আ.লীগ প্রার্থীর কার্যালের কাছে ‘ককটেল বিস্ফোরণ’
-
খুলনায় ট্রাক চাপায় প্রাণ হারাল ২ মোটরসাইকেল আরোহী
-
চাঁদপুরে বাবা-মাকে মারধরের অভিযোগ
-
লালমনিরহাটের সীমান্তে ‘বিএসএফের’ বুলেটে বাংলাদেশি নিহত
- রিয়ালকে হারিয়ে ফাইনালে বিলবাও
- শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত
- করোনাভাইরাস: আট মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু
- বাইডেন প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত জেইন সিদ্দিক
- চালের বাজারে লাগাম, ‘ছুটছে’ তেলের দাম
- ভারতের ক্যাচ মিসের মহড়ায় লাবুশেনের সেঞ্চুরি
- করোনাভাইরাস: আক্রান্ত হয়ে ওয়ানডে সিরিজ শেষ ওয়ালশের
- পাকিস্তান টেস্ট দলে ৯ নতুন মুখ
- ওয়াকার দুঃখ পাওয়ায় খুশি আমির
- প্রস্তুত হচ্ছে উইন্ডিজ, উল্টো রথে বাংলাদেশ