ভোলায় এক ঘণ্টার পুলিশ সুপার তাসনিম আজিজ

ভোলার স্কুলছাত্রী তাসনিম আজিজ রিমি এক ঘণ্টার জন্য জেলার প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2020, 11:48 AM
Updated : 28 Oct 2020, 11:48 AM

বুধবার ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এই ছাত্রীকে এক ঘণ্টার জন্য দায়িত্ব দেন।

তাসনিম আজিজ রিমি ভোলা পৌরসভার ইলিশা বাসস্ট্যান্ড এলাকার তারেক আব্দুল আজিজের মেয়ে ও ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ‘মেয়ে আমি সমানে সমান অনলাইন স্বাধীনতা’ শ্লোগানে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ও প্ল্যান ইন্টারন্যাশনাল এই কর্মসূচির আয়োজন করেছে।  

কর্মসূচি অনুযায়ী পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তাসনিম আজিজ রিমি বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে রিমি বলেন, “ভোলাকে নারীবান্ধব, শিশুবান্ধব জেলায় রুপান্তরিত করে ধর্ষণ, ইভটিজিংসহ সব ধরনের অপরাধ মুক্ত জেলায় করতে আমি প্রস্তাবনা দিয়েছি।”

এটা বাস্তবায়ন করতে পারলে ভোলা অপরাধমুক্ত ও শান্তিপ্রিয় জেলায় পরিণত হবে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোলা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আক্তার হোসেন, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সারমিন জাহান শ্যামলী প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে তাসনিম আজিজ রিমির পরিবারের সদস্য, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্ল্যান ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ‘গার্লস টেকওভার’ শীর্ষক একটি প্রতীকী কর্মসূচির আয়োজন করেছে। মেয়েরা সমান সুযোগ ও অধিকার পেলে যে সমানভাবে শিখতে, নেতৃত্ব দিতে, সিদ্ধান্ত নিতে ও সাফল্য পেতে পারে তা তুলে ধরা এই কর্মসূচির লক্ষ্য।