ঠাকুরগাঁওয়ে ১৫ হাজার ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2020, 10:09 AM
Updated : 28 Oct 2020, 10:09 AM

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন।

গ্রেপ্তার আবু সাঈদ (২১) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের ঝিকরা দলুয়া গ্রামের সামসুদ্দিনের ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ অক্টোবর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বিআরটিসি বাস কাউন্টারে অভিযান চালায় ডিবি পুলিশ।

এ সময় রংপুর থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস থেকে নামার সময় আবু সাঈদকে ১২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

অপরদিকে তার সহযোগী বালিয়াডাঙ্গী উপজেলার বেলসারা গ্রামের জোসেফ আলীর ছেলে আমানুল্লাহ ওরফে আমান (৪৫) পুলিশকে দেখতে পেয়ে তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যান।

পরে সেই ব্যাগ থেকে আরও তিন হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাঈদ স্বীকার করে এই ইয়াবা ট্যাবলেটের অর্থদাতা কে।

তার দেওয়া তথ্যে বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকড়া গ্রামের সামসুল হকের ছেলে শাহজাহান (২৩), হারুন ওর রশিদ (৪০) ও দুলাল হোসেন (৩১) কে গ্রেপ্তারকে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তারা।

এ সময় তাদের ঘর থেকে ১২০টি ইয়াবা ট্যাবলেট, ৮৫টি গ্রামীণ সিমকার্ড, ১৮টি রবি সিমকার্ডসহ ১০৩টি সিমকার্ড এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গত মঙ্গলবার ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই নবিউল ইসলাম বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় এবং বালিয়াডাঙ্গী থানায় পৃথক দুটি মামলা করেন।

এ দুই মামলায় গ্রেপ্তার তরুণসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।