নোয়াখালীতে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

নোয়াখালীতে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2020, 07:40 AM
Updated : 28 Oct 2020, 07:40 AM

বুধবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা জজ মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ এ রায় দেন।

দণ্ডিত মো. ইব্রাহিম (৪৯) হাতিয়া পৌরসভার শূন্যের চরের আবদুল হাই-এর ছেলে।

রায় ঘোষণার সময় ইব্রাহিম আদালতে উপস্থিত ছিলেন।

এ ঘটনা জানিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি মর্তুজা আলী পাটোয়ারী জানান, ২০০৪ সালে ইব্রাহিম হাতিয়ার শূন্যের চরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

ঘটনার পর ইব্রাহিম এবং তার বন্ধু আবদুল হাসিমকে আসামি করে হাতিয়া থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী।

মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে এ রায় দেওয়া হল। এতে ইব্রাহিমকে একই সাথে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তা অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মামলার অপর আসামি আবদুল হাসিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন বিচারক।