কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির হাসপাতালে

প্রকৌশলীকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করার মামলায় কারাবন্দি চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারমান শাহজাহান শিশির অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2020, 07:17 AM
Updated : 28 Oct 2020, 07:17 AM

বুধবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় কারা কর্তৃপক্ষ।

চাঁদপুর জেনারেল হাসাপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আসিবুল আহসান চৌধুরী বলেন, “কারাবন্দি শিশির ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন; তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”

গত ১৯ জুলাই কচুয়া উপজেল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী শিক্ষা প্রকৌশলী নূর আলমকে মারধর মামলায় শিশিরের বিরুদ্ধে মামলা হয়। নূর আলম বাদী হয়ে কচুয়া থানায় মামলাটি দায়ের করেন।

গত ২৫ আগস্ট শাহজাহান শিশির চাঁদপুর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

গত ২৩ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে শিীশরকে সাময়িকভাবে বহিস্কার করেন।