রংপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

রংপুরে ১৩ বছর আগে এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2020, 12:55 PM
Updated : 27 Oct 2020, 12:55 PM

মঙ্গলবার বিকালে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় ঘোষণা দেন।

দণ্ডিত ব্যক্তির নাম নয়া মিয়া (৪৭)।

আদালত-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানাও দিয়েছেন বিচারক।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে বলা হয়, রংপুরের পীরগাছা উপজেলার ফকিরান এলাকার এক কিশোরী মেয়ে পার্শ্ববর্তী নয়া মিয়ার বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

২০০৭ সালের ১৪ এপ্রিল ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন নয়া মিয়া।

পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় একই বছরের ২১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে পীরগাছা থানায় মামলা করে ওই কিশোরী।