দুর্ঘটনার ১০ ঘণ্টা পর খুলনার পথে ট্রেন চলাচল শুরু

ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবদারপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর ফের খুলনার সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2020, 08:34 AM
Updated : 27 Oct 2020, 08:34 AM

মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিটে এ পথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে রাত ১টা ৪০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।

রেলের পশ্চিম জোনের পাকশী বিভাগের সহকারী ট্রাফিক অফিসার আব্দুস সোবহান জানান, ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি মালবাহী একটি ট্রেনের সাথে বিপরীত দিক থেকে খুলনা থেকে আসা অপর মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে একটি ট্রেনের ইঞ্জিন ও চারটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়। স্টেশন এলাকায় তেল ছড়িয়ে পড়ে।

এরপর থেকে খুলনার সাথে ঢাকা, রাজশাহী, দৌলতদিয়া ঘাটসহ সব লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।

ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করার পর ‘ঘটনার ১০ ঘণ্টা পর’ ট্রেন চলাচল শুরু হয় বলেন তিনি।

রেলের পশ্চিমাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সকাল ৬টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় প্রধান লাইন মেরামত এবং লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধার করে তারা।

এদিকে, এ ঘটনায় একটি ট্রেনের চালককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় খুলনা থেকে পার্বতীপুরগামী কেপি ২১ আর ট্রেনের চালক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।