জয়পুরহাটে মণ্ডপে প্রতিমা ভাংচুর: যুবক গ্রেপ্তার

জয়পুরহাট শহরে মন্দিরে দুর্গাসহ কয়েকটি প্রতিমা ভাংচুরের অভিযোগে হাতেনাতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2020, 10:38 AM
Updated : 26 Oct 2020, 10:17 AM

সোমবার দুপুরে জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকার উত্তর বর্মনপাড়ার দুর্গাপূজার মণ্ডপে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার প্রিন্স মিয়া গুলশান মোড় দক্ষিণপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত প্রিন্সকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আলমগীর বলেন, ওই পূজা মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীরা শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনার কাজ চলছিলেন।

এ সময় ওই মণ্ডপ এলাকায় ‘দুই বন্ধু কথা কাটাকাটির জেরে’ উত্তেজিত হয়ে প্রিন্স দুর্গাসহ কয়েকটি প্রতিমায় ধাক্কা দিলে সেগুলো পড়ে ভেঙে যায়। পরে পালানোর চেষ্টা করলে মণ্ডপ এলাকায় থাকা পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।

এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর এলাকা পরিদর্শন করে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।