মুন্সীগঞ্জে ইয়াবা বিক্রেতা রোহিঙ্গা নারীসহ আটক ৮

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ছয় ইয়াবা বিক্রেতা রোহিঙ্গা নারীসহ আটজনকে আটক করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2020, 05:24 PM
Updated : 25 Oct 2020, 05:24 PM
তাদের কাছ থেকে ৯০০ ইয়াবা ও মাদক বিক্রির ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে সদর থানার ওসি আনিচুর রহমান জানান।

তিনি বলেন, শনিবার মুক্তারপুরের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে সাতজন রোহিঙ্গা। সাতজনের ছয়জন নারী। তাদের মধ্যে এক পরিবারের পাঁচজন রয়েছেন। তাদের একজনের সঙ্গে রয়েছে তার চার বছরের ছেলে। তারা কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী শিবির ২৪-এর বাসিন্দা।  অপরজন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেদেপল্লির মো. রাশেদ ওরফে রাজেশ (৩০) নামে এক ব্যক্তি।

ওসি বলেন, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে নানা কৌশলে এখানে আসেন তারা। মুক্তারপুরে ইয়াবার একটি চালান বিক্রি করে আরেকটি চালান বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।

আটক রোহিঙ্গাদের পাঁচজন হলেন- নূর বেগম (৫০), তার তিন মেয়ে আজু বেগম (৩৫), শাকিলা রুমা (২৫), নূরজাহান রোমানা (১৯) ও নূরজাহান রোমানার স্বামী জিয়া বল (৩০)। অন্য দুইজনের বয়স ১৫ ও ১৬ বছর।

তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান ওসি আনিচুর রহমান।