গৃহকর্তীর ‘নির্যাতনে’ নিহত শিশু সাদিয়ার লাশ ঘিরে আহাজারি

শেরপুরে আওয়ামী লীগ নেতার স্ত্রীর ‘নির্যাতনের’ পর মৃত শিশুগৃহকর্মী সাদিয়া আক্তার ফেলির মরদেহ দাফন হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2020, 06:31 PM
Updated : 24 Oct 2020, 06:31 PM

এর আগে শনিবার বিকাল ৫টার দিকে শ্রীবরদী পৌরশহরের মুন্সিপাড়ায় লাশ আনার পর আত্মীয়-স্বজনের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ বছরের সাদিয়ার মৃত্যু হয় শুক্রবার সন্ধ্যায়। সাদিয়া শ্রীবরদী পৌরশহরের মুন্সিপাড়া মহল্লার ট্রলিচালক সাইফুল ইসলামের মেয়ে।

অ্যাম্বুলেন্সে করে শনিবার সন্ধ্যায় মরদহে আনার পর মহল্লায় বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে। এশার নামাজের পর জানাজা শেষে বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়।

শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিল ও তার স্ত্রী রুমানা জামান ঝুমুরের (৩৫) বাসায় গৃকর্মীর কাজ করত সাদিয়া।

তাকে নির্যাতনের অভিযোগে গত ২৬ সেপ্টম্বর ঝুমুরকে গ্রেপ্তার করে পুলিশ। ঝুমুর জেলহাজতে রয়েছেন।

ঝুমুরকে গ্রেপ্তারের আগে তার বাসা থেকে সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

সাদিয়ার বাবা সাইফুল ইসলাম, নানা মোহাম্মদ আলীসহ স্বজনরা ন্যায় বিচার চেয়েছেন।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, “সাদিয়াকে নির্যাতনের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। খুব দ্রুতই তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ধারায় আদালতে প্রতিবেদন দেওয়া হবে। আমরা দ্রুতই আদালতে মামলাটি বিচারের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করছি।”