নারায়ণগঞ্জে স্টিল মিলে দগ্ধ: মৃতের সংখ্যা বেড়ে ৪

নারায়ণগঞ্জে প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলসে গলিত লোহা ছিটে দগ্ধদের মধ্যে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2020, 10:49 AM
Updated : 24 Oct 2020, 10:49 AM

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তারা মারা যান বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান।

তারা হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে মো. শাকিল (২০) ও কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকার টিপু শেখের ছেলে আবু সিদ্দিক (৩০)।

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেজলার বরপা এলাকায় কারাখানাটিতে গলিত লোহা ছিটে দগ্ধ হয়ে এক শ্রমিক মারা যান। দগ্ধ হন আরও পাঁচজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরিদর্শক বাচ্চু বলেন, চিকিৎসাধীন পাঁচজনের মধ্যে দুইজন শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।

এর আগে শুক্রবার দুপুরে ওই ইনস্টিটিউটে ফাহিম নামে একজন মারা যান বলে ওই ফাঁড়ির এএসআই হক জানান।

পরিদর্শক বাচ্চু বলেন, দগ্ধ অন্য দুই শ্রমিককে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার বাউরা এলাকার সুন্দর আলীর ছেলে রফিক মিয়া (৪৫) ও রহমতপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মো. রাজু (৪০)।

রফিক ও রাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তাদের স্বজনরা নিজেদের দায়িত্বে বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান বলে জানান তিনি।

এদিকে এ ঘটনায় এখনও মামলা হয়নি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, স্বজনদের পক্ষ থেকে এখনও কেউ মামলা করেনি। হতাহতরা কেউই এখানকার বাসিন্দা না। দুর্ঘটনার খবর পেয়ে তাদের স্বজনরা সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান।

স্বজনরা মামলা না করলে পুলিশ বাদি হয়ে মামলা করবে জানিয়ে তিনি বলেন, “তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব।”