সিলেটে রায়হান হত্যা: আরেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার

সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ হত্যার ঘটনায় হারুন অর রশিদ নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। 

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2020, 06:05 AM
Updated : 24 Oct 2020, 06:05 AM

শনিবার সকালে সিলেট পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই'র পরিদর্শক মাহিদুল ইসলাম।

বিকেলে তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।

এরআগে একই অভিযোগে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির আরেক পুলিশ সদস্য টিটু চন্দ্র দাশকে গ্রেপ্তার করার পর পাঁচ দিনের রিমান্ডে নেয় পিবিআই।

এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করা হল। তবে মামলার প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেন ভুইয়া এখনো পলাতক।

গত ১১ অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে ১২ অক্টোবর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

রায়হান হত্যাকাণ্ডে বন্দর বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর, হাসান উদ্দিনসহ পাঁচ জনকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়।