৩ তরুণের সচেতনতায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা

বগুড়া জেলার সান্তাহার ইউনিয়নের তিন তরুণের সচেতনতায় একটি ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2020, 07:10 PM
Updated : 24 Oct 2020, 07:15 AM

সান্তাহার রেলওয়ে স্টেশনের পরিবহন পরিদর্শক হাবিবুর রহমান জানান, রেললাইন ভাঙা দেখে ওই তিন তরুণ লাল টি-শার্ট ওড়ালে ট্রেনটি থামান এর চালক। এ কারণে ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

বিকালে ওই রেললাইন দিয়ে হাঁটার সময় সান্তাহার ইউনিয়নের কেল্লা পাড়া গ্রামের সারোয়ার হোসেন, রনি হোসেন ও নাঈম হোসেন নামে তিন তরুণ রেললাইন ভাঙা দেখতে পান।

তারা বলেন, বিকালে তারা রেললাইন ধরে হাঁটাহাটি করছিলেন। সে সময় তারা রেললাইন ভাঙা দেখতে পান। এর কিছুক্ষণের মধ্যেই একটি পাথরবাহী ট্রেন আসে। তারা তখন পরনের লাল টি-শার্ট ওড়ালে ট্রেনটি থেমে যায়।

ট্রেনের চালক সুজাউদৌলা তিন তরুণকে ধন্যবাদ জানিয়ে বলেন, লাল কাপড় দেখে তিনি ট্রেনটি থামান। পরে তিনি কর্তৃপক্ষকে জানান।

পরিদর্শক হাবিবুর রহমান বলেন, পার্বতীপুর-খুলনা রেলপথের সান্তাহার জংশন স্টেশনের কাছে কেল্লাপাড়া সেতু এলাকায় আট ইঞ্চি রেললাইন ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। এ সময় বিকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। মেরামতের পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।