নিম্নচাপে বৃষ্টি: ভোলার সব রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলা-বরিশাল এবং ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। এছাড়া জেলার অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2020, 06:28 AM
Updated : 23 Oct 2020, 06:28 AM

শুক্রবার ভোলা শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। আগের দিন থেকে এ জেলায় লাগাতার বৃষ্টি হচ্ছে।

বিআিইডব্লিউটিএ-র ভোলার সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরি সার্ভিসসহ অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

এসব লঞ্চ রুটের মধ্যে রয়েছে ভেদুরিয়া-বরিশাল, ইলিশা-মজুচৌধুরীর হাট, দৌলতখা-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা, ভেলুমিয়া-পটুয়াখালি, বোরহানউদ্দিন-লক্ষীপুর, বেতুয়া-মনপুরা।

মেঘনা ও তেতুলিয়ায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী এলাকা তিন থেকে চার ফুট পানিতে তলিয়ে গেছে বলছেন সংশ্লিষ্টরা।