উত্তাল পদ্মা, শিমুলিয়ায় স্পিডবোটও বন্ধ, দুর্ভোগে যাত্রী

পদ্মা নদীতে প্রবল ঢেউ এবং নিম্নচাপের প্রভাবে বৃষ্টির কারণে শিমুলিয়া ঘাটে ফেরি-লঞ্চের পাশাপাশি স্পিডবোট চলাচল বন্ধ রাখায় চরম দুর্ভোগে পড়েছে দক্ষিণের ২১ জেলার যাত্রী।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2020, 06:03 AM
Updated : 23 Oct 2020, 06:13 AM

উত্তাল পদ্মায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে বিআইডব্লিউটিএ লঞ্চসহ ছোট নৌযান চলাচলও বন্ধ করে দেয়।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নবম দিনের মতো ফেরি এবং দ্বিতীয় দিনের মতো লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। আর ৫৬ দিন ধরে রাতে ফেরি চলছে না। এতে পদ্মা পারাপারের আর কোনো সুযোগ নেই।

এতে নারী ও শিশুসহ কয়েক হাজার মানুষ আটকা পড়েছে  শিমুলিয়া ঘাটে। রাত থেকে আটকাপড়া মানুষরা বৃষ্টির মধ্যে কষ্টে রয়েছে।

বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, শিমুলিয়া ঘাটে ২ নম্বর সতর্ক সঙ্কেত চলছে।

“এ সংকেতেও লঞ্চ, স্পিডবোট চলে কিন্তু নদীর অবস্থা খারাপ, অনেক বড়বড় ঢেউ আছড়ে পড়ছে। পরিস্থিতি একটু ভালো হলে চলাচলের অনুমতি দেওয়া হবে।”

বৃহস্পতিবার বিকাল থেকে ছুটির দিন শুক্রবারও বহু মানুষ ঘাটে এসে বিপাকে পড়েন। অনেকে না জেনেই ঘাটে এসে বিড়ম্বনার শিকার হন। যাত্রীদের অনেকে ফিরেও যাচ্ছেন আর অনেকে অর্থনৈতিকসহ নানা কারণে অপেক্ষায় রয়েছেন পদ্মা পার হওয়ার।