নিম্নচাপে বৃষ্টি: মোংলায় কাজ ব্যাহত, ভোগান্তি গরিবের

সাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে দুই দিন ধরে থেমে থেকে হালকা থেকে ভারি বৃষ্টিপাতে মোংলাবন্দরে পণ্য ওঠানো-নামানোয় বিঘ্ন ঘটছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2020, 05:20 AM
Updated : 23 Oct 2020, 05:20 AM

শুক্রবার মোংলা বন্দরে হারবার মাস্টার ফকর উদ্দিন বলেন, বৈরি আবহাওয়ায় জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবে কাজ বন্ধ নেই।

এ বন্দরে ইউরিয়া সার, সিমেন্ট তৈরির কাঁচামাল এলপিজি গ্যাসসহ মোট ১১টি পণ্যবাহী জাহাজ অবস্থান করছে বলে জানান তিনি।

কৃষিতে প্রভাব

এ বৃষ্টিতে জেলার কিছু নিচু এলাকায় পানি জমেছে বলে জানিয়েছেন বাগেরহাটের ডিসি মামুনুর রশিদ।

তিনি বলেন, “এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। তবে তা সাময়িক।”

তবে বৃষ্টি আরো দুই-একদিন অব্যহত থাকলে মাঠে ফসলের ক্ষতির সম্ভাবনা দেখছেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক সঞ্জয় কুমার দাস।

তবে বৃষ্টি থেমে গেলে শীতকালিন সবজি ও মাঠে থাকা আমন ধানের কোনো ক্ষতি হবে না তাও বললেন তিনি।

বাগেরহাটে এবার শীতকালিন সবজির মধ্যে টমেটোর আবাদ সবচেয়ে বেশি হয়েছে। এখন পর্যন্ত সাতশ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে বলে কৃষি বিভাগের তথ্য।