পটুয়াখালীতে স্পিডবোট ডুবে ৫ যাত্রী নিখোঁজ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্পিডবোট ডুবে পাঁচ যাত্রী নিখোঁজ হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2020, 05:14 PM
Updated : 22 Oct 2020, 05:14 PM

উপজেলার আগুনমুখা নদীতে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা নিখোঁজ হন বলে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে গলাচিপার পানপট্টি লঞ্চঘাটে যাচ্ছিল স্পিডবোটটি।

“চালকসহ ১২ যাত্রীকে জীবিত উদ্ধার হলেও রাত ৮টা পর্যন্ত পাঁচজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার কারণ এখনও জানতে পারেনি পুলিশ।”

উদ্ধার তৎপরতা চলছে বলে তিনি জানান। নিখোঁজ যাত্রীদের নাম-পরিচয় বলতে পারেনি পুলিশ।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান সাংবাদিকদের বলেন, “১৭ জন যাত্রী নিয়ে স্পিডবোট ছাড়ার কথা নয়। তাছাড়া বৈরী আবহাওয়ার মধ্যে স্পিডবোট ছাড়াও ঠিক হয়নি। আমি ঘাটে এসেছি। খোঁজখবর নিচ্ছি।”

উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে একজন হলেন কৃষি ব্যাংকের রাঙ্গাবালীর বাহেরচর শাখার ব্যবস্থাপক দেলোয়ার হোসেন।

তিনি বলেন, “প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে স্পিডবোটের সামনের অংশের তলা ফেটে যায়। যাত্রীরা বারবার চালককে ঘাটে ফিরে আসতে বলেছে। কিন্তু চালক যাত্রীদের কথা শোনেননি।”