বগুড়ায় সাবেক স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন

সাবেক স্ত্রীকে হত্যার দায়ে বগুড়ায় একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2020, 02:25 PM
Updated : 22 Oct 2020, 02:25 PM

বগুড়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

সাজাপ্রাপ্ত রুবেল হক (২৭) বগুড়া শহরের ঠনঠনিয়া শাহ্পাড়া এলাকার আয়নাল হকের ছেলে।

রায় ঘোষণার সময় আদালতে ছিলেন রুবেল হক।

আদালতের পিপি আব্দুল মতিন মামলার নথির বরাতে জানান, রুবেলের সঙ্গে ২০১৪ সালে শহরের মালগ্রাম এলাকার বিপ্লব হোসেনের মেয়ে পিংকিংর (১৯) বিয়ে হয়। তার বছর তিনেক পর ছাড়াছাড়ি হয়ে গেলে পিংকিং বাবার বাড়িতে ছিলেন। ২০১৮ সালের ১ জানুয়ারি পিংকিকে তার বাবার বাড়ি গিয়ে ছুরি মেরে হত্যা করেন রুবেল।

এ ঘটনায় পিংকিংর বাবা সদর থানায় মামলা করেন। পুলিশ প্রায় ছয় মাস পর আদালতে রুবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

পিপি মতিন বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রুবেল হককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রুবেল আটক রয়েছেন।