মাদারীপুর কারাগারে হাজতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুর কারাগারে একজনের মৃত্যু; যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবার অভিযোগ করেছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2020, 01:02 PM
Updated : 21 Oct 2020, 01:02 PM

কারাগারের জেলার শংকর মজুমদার জানান, বুধবার সকাল ৮টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে হজরত মাতব্বর (৫০) নামে এই হাজতি মারা যান।

হজরত মাতব্বর সদর উপজেলার গাছবাড়ি গ্রামের তফেল মাতুব্বরের ছেলে।

জেলার শংকর বলেন, গাছবাড়িয়া এলাকায় সংঘর্ষের ঘটনায় গত ১৯ ও ২২ জুলাই সদর থানায় আলাদা দুটি মামলায় আসামি করা হজরত মাতুব্বরকে। ২৭ সেপ্টেম্বর তিনি আদালতে হাজির হলে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

“বুধবার ভোরে হঠাৎ অসুস্থ হন হজরত। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।”

তবে হজরত মাতব্বরের স্ত্রী সাজেদা বেগমের অভিযোগ, তার স্বামীকে ষড়যন্ত্র করে পিটিয়ে হত্যা করা হয়েছে।

“এভাবে সে মরতে পারে না।”

অভিযোগ অস্বীকার করে জেলার শংকর মজুমদার বলেন, “পিটিয়ে মেরে ফেলার যে অভিযোগ শুনছি তা সম্পূর্ণ মনগড়া কথা। মরদেহ ময়নাতদেন্তর জন্য রাখা হয়েছে সদর হাসপাতাল মর্গে।”