পুষ্টি বাড়াতে কুষ্টিয়ায় কৃষকদের বিনামূল্যে সবজি বীজ

দরিদ্রদের খাবারের পুষ্টিমান বাড়াতে কুষ্টিয়ায় কৃষি পরিবারের মাঝে বিনামূল্যে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ শুরু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2020, 10:44 AM
Updated : 20 Oct 2020, 10:47 AM

‘পারিবারিক পুষ্টি বাগান’ প্রকল্পের আওতায় মঙ্গলবার দুপুরে মিরপুর উপজেলা উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস।

উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ জানান, মিরপুর উপজেলার প্রতি ইউনিয়ন থেকে ৩২টি পরিবারের মাঝে পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে এসব নানা জাতের সবজি বীজ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উপজেলার ১৩টি ইউনিয়নের ৪১৬টি পরিবারে এসব বীজ বিতরণের লক্ষ্যে মঙ্গলবার ২৫০টি পরিবারের মধ্যে বিতরণ করা হল। বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে স্বল্প মেয়াদী করলা, উফশী জাতের শিম, কলমি শাক, গীমাকলমি, আমন ডাঁটা, বরবটি, ঝাল মরিচ, শসা, হাইব্রিড লাউ, মুলা এবং পালং শাকসহ বিভিন্ন জাতের সবজি বীজ।

এসব বীজ বপনের মধ্যে দিয়ে প্রান্তিক কৃষক পরিবারের সবজির চাহিদা পুরণসহ বাজারে সরবরাহ করলে ভোক্তারা স্বল্পমূল্যে সবজি কিনতে পারবেন।

কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শ্যামল কুমার বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত প্রতি ইঞ্চি জমি ব্যবহার এবং পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ প্রকল্প বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক গৃহীত ‘পারিবারিক পুষ্টি বাগান’ কর্মসূচির অংশ হিসেবে মৌসুম ভিত্তিক এসব সবজি বীজ বিতরণ শুরু হয়েছে।

কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলা ও ৬৪ ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবারকে এ বীজ সুবিধা দেওয়া হবে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির অতিরিক্ত পরিচালক (সরেজমিন উইং) মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশের পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে ‘পারিবারিক পুষ্টি বাগান’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে সুবিধাভোগী কৃষি পরিবার নিজেদের পুষ্টি চাহিদা মিটিয়েও বিপুল পরিমান শাক-সবজি বাজারেও সরবরাহ করতে পারবেন।

এ প্রকল্পের আওতায় দেশব্যাপী চার হজার ৩৮৭টি ইউনিয়নের প্রতিটিতে ৩২টি পরিবারের মধ্যে এ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।