নোয়াখালীতে ‘পারিবারিক কলহে’ ঘরে আগুন, দগ্ধ ৫

নোয়াখালীতে ‘পারিবারিক কলহের জেরে’ বসত ঘরে দেওয়া আগুনে পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2020, 12:28 PM
Updated : 19 Oct 2020, 12:28 PM

সোমবার সকালে জেলা সদরের রামহরি তালুক গ্রামে এই ঘটনা ঘটে বলে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান।

দগ্ধদের মধ্যে আসমা, কামাল ও তারেককে ঢাকায় পাঠানো হয়েছে। সুমন ও মান্না নামের দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরিদর্শক টমাস বড়ুয়া প্রত্যক্ষদর্শীর বরাতে জানান, রামহরি তালুক গ্রামের ইসমাইল হোসেনের প্রথম স্ত্রীর মৃত্যুর পর আসমা বেগমকে বিয়ে করেন তিনি। প্রথম স্ত্রীর ঘরে ইসমাইলের তিন ছেলে এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর সাথে ইসমাইলের প্রথম স্ত্রীর ছেলে-মেয়েদের বনিবনা না হওয়ায় কিছুদিন আগে তারা বাড়ি ছেড়ে যায়।

টমাস বলেন, সোমবার ইসমাইলের বড় ছেলে কামাল উদ্দিন ওই বাড়িতে গেলে সৎ মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে ঘরের একটি কক্ষে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন কামাল।”

এ সময় কামাল নিজে, তার সৎ মা আসমা বেগম, প্রতিবেশী তারেক, সুমন ও মান্না অগ্নিদগ্ধ হন বলে টমাস জানান।